
শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে প্রজন্ম বাতিঘর গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের নিজাম মার্কেটে এ গ্রন্থাগারের উদ্বোধন করা হয়েছে। গ্রন্থাগার উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রুকেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাহমুদ হক রুবেল'র সহধর্মিণী ফরিদা হক, শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল,
সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, তরুণ সমাজসেবক ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি প্রমুখ। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.