
সংবাদের আলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দুটো বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে। গণভোটের ম্যান্ডেটকে যারা প্রত্যাখ্যান করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এনসিপির কৃষিবিদ উইংয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অতিদ্রুত জুলাই সনদ আদেশ বাস্তবায়নের অস্পষ্টতা দূর করতে সরকারকে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে আহবান জানান আখতার হোসেন।
অভ্যুত্থানের পরেও মারামারি কাটাকাটির মধ্য দিয়ে রাষ্ট্রপরিচালনা শঙ্কা তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.