
রিফাত, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ নাগরপুর উপজেলা যুব জামায়াতের মাঝে ফুটবল বিতরণ করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলা জামায়াত অফিসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ও সহ–সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী, অফিস ও মিডিয়া সম্পাদক মো. আব্দুস সবুর এবং বেকড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. ছামিনুর ইসলাম।
উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম। ফুটবল বিতরণের মাধ্যমে ইউনিয়নগুলোতে ক্রীড়াচর্চা আরও সক্রিয় হবে। এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ মুঠোফোনে বলেন, ক্রীড়াচর্চা যুব সমাজকে সঠিক পথে রাখতে অপরিহার্য। স্থানীয় মাঠ সক্রিয় রাখতে ও খেলাধুলার সুযোগ বাড়াতে আমরা উদ্যোগ নেব। উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম বলেন, এ ধরনের উদ্যোগ যুব সমাজকে সংগঠিত ও খেলাধুলায় যুক্ত করতে সহায়ক ভূমিকা রাখবে।
ফুটবল পাওয়ার পর ইউনিয়ন যুব নেতৃবৃন্দ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, যুব সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবকদের মাঝে সৌহাদ্র, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বও শক্তিশালী করবে। উল্লেখ্য, ফুটবল বিতরণ অনুষ্ঠানে নাগরপুর উপজেলার সকল ইউনিয়ন যুব সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.