
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি-আলীকদম সড়কের গভীর খাদে পড়ে মোটরসাইকেল আরোহী এক পর্যটক নিহত হয়েছে। নিহত পর্যটকের নাম অজয় বড়ুয়া (২৮)। সে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চিপু বড়ুয়ার সন্তান। শুক্রবার দুপুরে আলীকদম-থানচি সড়কের ১৬ কিলোমিটার দামতোয়ার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার আলীকদম-থানচি সড়কের ১৬ কিলোমিটার দামতোয়ার নামক স্থানে পৌছালে সে মোটরসাইকেল সহ গভীর খাদে পড়ে যায়, এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে।
এই বিষয়ে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা: মো: হাসান বলেন, তিনি মোটরসাইকেল চালিয়ে আলীকদম থেকে থানচি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে ঘটনাস্থলে মারা যায়, তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.