
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া সমাহার গেইট এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে পার্কিং করা ইতিহাস নামে একটি গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালেও আগুনে নেভাতে ফায়ার সার্ভিস যেতে দেরি হওয়ায়। স্থানীয়রা আগুন নিয়স্ত্রনে আনে। এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী মূত্র জানায় বৃহস্পতিবার দিনবর ওই গণপরিবহনটির মেরামতের কাজ করা হলে। ওই স্থানেই গাড়িটি তালাবদ্ধ করে চালক ও হেলপার বাড়িতে চলে যায়। এসময় রাতের আনুমানিক আড়াইটার দিকে দুইটি মোটরসাইকেল যুকে অজ্ঞাতনামা ৪জন যুবক গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় স্থানীয় সিকোউরিটি লিটন মিয়া আগুনের জ্বলন্ত ধুয়া দেখে এগিয়ে আসলে দূর্র্বত্ত্রা দ্রুত মোটারসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসময় ওই নিরাপত্তাকর্মীর ডাক চিৎকারে আসে পাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে ঘটনাস্থল থেকে ১৫০ মিটার দুরেই ফায়ার সার্ভিস স্টেশন। তাদেরকে আগুনের বিষয়টি বার বার অবগত করলেও পুলিশ ছাড়া ঘটনাস্থলে যেতে অশ্বীকৃতি জানায় ফায়ার সার্ভিস কর্মীরা। পরে ঘটনার প্রায় দুই ঘন্টাপর পুলিশ ঘটনাস্থলে পৌছালে তখন সাথে যায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষনে আগুন নিয়ন্ত্রনে আনেন স্থানীয়রা। এ ঘটনায় থানায় আজ্ঞাত ব্যক্তিদের নামে একটি অভিযোগ দায়ের করেছেন মাস মালিক টুটুল মিয়া।
বাস মালিক টুটুল মিয়া বলেন আমার সাথে কেহ শত্রুতা করে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। এতে আমার প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। গাড়িটির প্রায় ৪৫ ভাগ পুড়ে ছাই হয়ে গেছে। আমি অতিদ্রুত ঘটনার সাথে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্থি চাই। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, গাড়িতে আগুন দিয়েছে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বাস মালিক একটি অভিযোগ দিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.