
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে কৃষি অফিসের নির্দেশে সার উন্মুক্তভাবে বিক্রির ব্যবস্থা করা হলেও বাস্তবে অনেক কৃষক সার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন বহু কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকেও এক বস্তা সার পাননি কোহিত গ্রামের কৃষক ও ৫০ বিঘা জমির মালিক। তিনি বলেন, “কৃষি অফিস থেকে বলা হয়েছিল সবাই সার পাবেন। কিন্তু আমি সার পাইনি। অনেকেই মুখ চিনে সার নিচ্ছেন, আবার কেউ কেউ জমির মালিক না হয়েও ৪-৫ বস্তা করে সার নিয়ে যাচ্ছেন।”
কিছু ডিলার পরিচিতদের অগ্রাধিকার দিচ্ছেন, যার ফলে প্রকৃত কৃষকেরা বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে পার্থ এন্টারপ্রাইজের ডিলারের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ উঠেছে। তাড়াশ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হযরত আলী বলেন, “আমরা এখন আর স্লিপ দিচ্ছি না। সব ডিলারকে দোকান খোলা রাখতে বলা হয়েছে। কৃষকরা সরাসরি দোকান থেকে সার নিতে পারবেন।”
তবে কৃষকদের অভিযোগ,কিছু দোকান খোলা থাকলেও পর্যাপ্ত সার সরবরাহ না থাকায় অনেকেই বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা বলেন,যথেষ্ট স্যারের মজুদ রয়েছে কৃষকরা যেকোনো সারের ডিনারের কাছ থেকে সার সংগ্রহ করতে পারবে। কৃষকদের দাবি, দ্রুত কার্যকর তদারকি নিশ্চিত করে প্রকৃত কৃষকদের হাতে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.