
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ৫ টায় শহরের তাজের মোড় থেকে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু এই লিফলেট বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান সাঈদ,নওগাঁ জেলা জিয়া ব্রিগেডের আহবায়ক আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, সদস্য সচিব আব্দুল কুদ্দুস,যুগ্ন আহবায়ক মোঃ সোহাগ হোসেন,যুগ্ম আহবায়ক মানিক হোসেন, পৌর জিয়া ব্রিগেড এর আহবায়ক রাজু আহমদ, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন,নওগাঁ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম রুবেলসহ বিএনপি, যুবদল,জিয়া ব্রিগেড, শ্রমিকদলসহ অঙ্গসংগঠনে নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তারা বলেন, দেশ রক্ষায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.