
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টি লক ডাউন প্রতিরোধে বিক্ষোভ ও মহড়া করেছে বিএনপির নেতাকর্মীরা পৃথক পৃথক স্থানে।
বৃহস্পতিবার দিনব্যাপী বিএনপির নেতাকর্মীরা প্রধান প্রধান সড়কে আওয়ামী লীগের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে এই কর্মসূচিতে অংশগ্রহন করেন।
গাজীপুর জেলা মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, পরিবহনে আগুন ও শ্রমিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈর বাস টার্মিনাল থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । উক্ত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, জেলা শ্রমিক দলের আহবায়ক মিনার উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আক্তার উজ্জামান, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি হযরত আলী মিলন, কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামীম হোসেন প্রমুখ।
অন্যদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন এর নেতৃত্বে সৈরাচার আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে কালিয়াকৈর সাহেববাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কালিয়াকৈর ঢাকা - টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসি, আওলাদ হোসেন, শাকিল হোসেন প্রমুখ।
কালিয়াকৈর পৌর বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, পরিবহনে আগুন এবং নাশকতা প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মসূচি পালন করে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণ্যাঢ্য মিছিল বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম সিকদার, পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার ও সদস্য সচিব মহসিন উজ্জামান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক দেওয়ান আবদুল মান্নান, চাপাইর ইউনিয়ন বিএনপির আহবায়ক এ এইচ এম সৈকত ইমরান, পৌর সভার ১ নং ওর্য়াড বিএনপির সভাপতি আবদুর রশীদ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.