
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষনাকে ঘিরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের ডাকা লক ডাউনকে কেন্দ্র গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার দিনব্যাপি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ছিলো অনেকটাই ফাকা। উত্তরবঙ্গের প্রায় ১৭ টি জেলার একমাত্র প্রবেশ পথ এই চন্দ্রা টার্মিনাল জুড়ে ছিলনা দুরপাল্লার যানবাহন। ছিলো না যাত্রীদের চাপ। স্থানীয় লোকাল যাত্রীবাহী বাস গুলো চলাচল করলেও ছিলো যাত্রী।
এদিকে দিনভর লকডাউন কে ঘিরে আত্বঙ্কে জনসাধারনের চলাচল ছিলো কম। লকডাউনে অপ্রিতিকর ঘটনা, ও নাশকতা রোধে উপজেলার বিভিন্ন পয়েন্টে ছিলো করা সর্তক পাহাড়ায় ছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি আ’লীগ নিষিদ্ধের ও বিচারের দাবিতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর বাজার , মৌচাক বাসস্ট্যান্ট ও কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।এদিকে শিল্প কারখানাসহ বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীদের যানবাহন সংকটে থাকায় দিগুন ভাড়ায় গন্তব্যে স্থলে যেতে হয়েছে। তবে মহাসড়কে ছিলো ট্রাক ,পিকআপ ভ্যান ও ব্যাটারী চালিত যানবাহনের চাপ ছিলো বেশি।এছাড়াও ফুটপাতসহ অধিকাংশ দোকান, শপিংমল গুলোর প্রায় দোকানপাট বন্ধ দেখা যায়। তবে মহাসড়কে আ’লীগের নেতাকর্মীদের কোন উপস্থিতি বা মিটিং মিছিল করতে দেখা যায়নি।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানায় লকডাউনকে ঘিরে দিনভর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তায় বিপুল সংখক পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলো নিরাপত্তায় নিয়োজিত। আ’লীগের নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.