
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলা কৃষকলীগের সাবেক আহ্বায়ক মীর মো. শহিদুল ইসলাম শহিদ এবং মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহ আলম।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে তাড়াশ থানার একটি টিম উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় তারা দুইজনই আসামি। মামলার প্রেক্ষিতে রাতের অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার নিয়ে আওয়ামী লীগ নেতাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.