
সিয়ামুল ইসলাম ইমন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী র্যালির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
র্যালি শেষে সকাল ১১টা ৩৫ মিনিটে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এক ঘণ্টাব্যাপী ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৬টি সরকারি ও ২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, আধুনিক হিসাববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত ইতালীয় গণিতবিদ লুকা প্যাসিওলি ১৪৯৪ সালের ১০ নভেম্বর ভেনিস থেকে তাঁর বিখ্যাত গ্রন্থ ‘সুমা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপরশনি এ প্রপরশনালিটা’ প্রকাশ করেন। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে প্রতি বছর বিশ্বব্যাপী ১০ নভেম্বর ‘আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস’ পালিত হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.