
সংবাদের আলো ডেস্ক: জুলাই আন্দোলনে সিরাজগঞ্জ শহরে বিএনপির তিন নেতাকর্মী নিহতের ঘটনায় দায়ের হওয়া তিন মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ। মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৫৪৯ জনকে আসামি করা হয়।
আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তারা। এর আগে গত বুধবার (৫ নভেম্বর) মামলাগুলোর চার্জশিট আদালতে দাখিল করা হয়।
অন্য আসামিদের মধ্যে উল্লেখযোগ হলেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মীকে।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াসদানি জানান, তিনটি হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল হয়েছে। সোমবার (১০ নভেম্বর) মামলার শুনানির তারিখ নির্ধারিত থাকলেও মামলার মূল নথি জেলা জজ আদালতে থাকায় চার্জশিট গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর।
মামলাগুলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ চলাকালে গুলিতে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাছুমপুর দক্ষিণপাড়ার সোহানুর রহমান খান রঞ্জু, জেলা ছাত্রদলের সদস্য ও গয়লা গ্রামের সুমন এবং বিএনপি কর্মী ও গয়লা গ্রামের আব্দুল লতিফ নিহত হন।
এ ঘটনায় নিহত রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন, লতিফের বোন সালেহা বেগম ও সুমনের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন।
তিন মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ মোট প্রায় ৯০০ জনকে আসামি করা হয়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে, যেখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ‘হুকুমের আসামি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.