
সংবাদের আলো ডেস্ক: দীর্ঘ দুই বছর পর নতুন রূপে সাজানো স্পোটিফাই ক্যাম্প ন্যু-তে ফেরার অপেক্ষায় আছে বার্সেলোনা। কিন্তু মাঠে ফেরার আগেই সমর্থকদের জন্য এসেছে বড় চমক। দলের কিংবদন্তি লিওনেল মেসি হঠাৎই ঘুরে গেলেন পুনর্নির্মিত স্টেডিয়ামে।
২০২১ সালে বার্সেলোনা ছাড়লেও মেসির ক্লাবের প্রতি ভালোবাসা কখনো লুকানো ছিল না। তবে প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা-র সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে তার ফিরতে পারার সম্ভাবনা নিয়ে সবসময়ই জল্পনা চলছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেসি নিজেই গোপনে স্টেডিয়ামটি পরিদর্শন করেছেন। ক্লাবের কর্মকর্তারাও সফরটি আগে জানতেন না।
বার্সেলোনা আশা করছে, চলতি মাসের শেষ দিকে দুই বছরের বিরতির পর দলটি আবারও ক্যাম্প ন্যু-তে খেলার সুযোগ পাবে।
পরিদর্শনের পর নিজের সোশ্যাল মিডিয়ায় মেসি লিখেছেন, ‘গত রাতে আমি সেই জায়গায় ফিরে গিয়েছিলাম, যেটি আমি সবসময় মিস করি। যেখানে আমি আনন্দিত ছিলাম, আর তোমরাই আমাকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলে। আশা করি, একদিন আবার এখানে ফিরব।’
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.