
এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঘুমন্ত অবস্থায় বেলাল হোসেন (৩২) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। ৮ নভেম্বর শনিবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার১সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারের ভেতর দক্ষিণ পাশে পাকা মেঝেতে বেলাল হোসেনের রক্তাক্ত অবস্থায় কম্বল মোড়ানো নিথর দেহ পড়ে আছে।
গাছের টুকরা দিয়ে পেটানোর কারণে কান ছিঁড়ে গেছে।পাশেই পড়ে আছে তার ব্যবহৃত জুতা। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় বেলালকে মাথায় গাছের টুকরা দিয়ে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়।নিহত বেলাল সীতাকুণ্ড উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার সংলগ্ন জয়নাল উকিলের বাড়ীর আবুল কালামের পুত্র।
জানা যায়,উপজেলার মীরেরহাট বাজারে প্রতিনিয়ত চুরি-ডাকাতির ঘটনা ঘটে।নিহত বেলাল বাজারের নৈশপ্রহরীর পাশাপাশি রাতের বেলায় বাজারে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিত।সে মানসিক প্রতিবন্ধী হলেও সবাই কে চিনত। যার ফলে চোর ডাকাত ও মাদক ব্যবসায়ীদের অপকর্ম পরিচালনা করতে সমস্যা হতো।তাই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মজিবুর রহমান বলেন,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বেলালকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আসামী শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.