
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে চাঁদার দাবিতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার তালম কাশিয়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. তারিকুর রহমান (৫৩)।
অভিযোগে তিনি জানান, গত ৭ নভেম্বর সকাল ৭টার দিকে একই গ্রামের মৃত আব্দুল করিম ফকিরের ছেলে নূর ফকির (৪০), সাইদুর রহমান ফকির (৩৮), জাহিদুল ইসলাম ফকির (৩৫) ও আয়নাল ফকির (৩২) সংঘবদ্ধ হয়ে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে তার ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় তারিকুর রহমান চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নিরাপত্তাহীনতায় ভুগে তিনি তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় তার শ্বশুর-শাশুড়ি অসুস্থ থাকায় তিনি স্ত্রীসহ ওই বাড়িতে অবস্থান করছিলেন। অভিযোগের বিষয়ে অভিযুক্ত নূর ফকির জানান, “চাঁদার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। জায়গা-জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।” তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.