
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৫ পালিত হয়েছে। রবিবার (৯নভেম্বর) সন্ধ্যায় তাড়াশ পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ভিপি আয়নুল হক।
বিশেষ অতিথি ছিলেন তাড়াশ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা প্রধান, তাড়াশ পৌর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল বারিক খন্দকার। এ সময় আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আজাদ আলী, পৌর যুবদলের সাবেক নেতা আবুল কালাম আজাদ ও আব্দুল লতিফ, পৌর যুবদল সাধারণ সম্পাদক পদপ্রার্থী এফ এম সোহেল রানা, মাসুদ রানা,তাড়াশ উপজেলা ছাত্র দলের সভাপতি শাহাদৎ হোসেন, সাবেক উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক শাকিনুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন।
এদিন সৈনিক-জনতা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.