
আব্দুল্লাহ আল মামুন,পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে তামিম মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত তামিম নয়াপাড়া গ্রামের সাইদুল ইসলাম ও মোছা. তাসলিমা আক্তারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তামিম ঘরের কিছু কাজ শেষ করে পানির মটরের সুইচের পাশে হাত ধোয়ার সময় অসাবধানতা বশত খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটে কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া চলছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.