
সংবাদের আলো ডেস্ক: হোয়াইট হাউসের ওভাল অফিসে চলতি সপ্তাহে এক ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি দেখে মনে হচ্ছিল, তিনি ঘুমিয়ে পড়েছেন। ট্রাম্পের সমালোচকেরা এ ছবি ব্যবহার করে প্রেসিডেন্ট হিসেবে তার কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
গত বৃহস্পতিবার ওজন কমানোর জনপ্রিয় ওষুধগুলোর দাম কমানোর বিষয়ে ওভাল অফিসে এক ঘোষণায় অংশ নেন ট্রাম্প। অনুষ্ঠানের একপর্যায়ে দেখা যায়, তার চোখ বন্ধ। আবার চোখ খুলে রাখতে হিমশিম খাচ্ছেন কখনো। মাঝেমধ্যে তাকে চোখ কচলাতেও দেখা গেছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস ছবিগুলো পোস্ট করে লেখে, ‘ডোজি ডন ফিরে এসেছেন।’
হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে জানান, ‘প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; বরং তিনি পুরো অনুষ্ঠান চলাকালীন বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। এই ঘোষণা দুইটি ওষুধের মাধ্যমে আমেরিকানদের জন্য গুরুত্বপূর্ণ খরচ বাঁচাবে এবং অসংখ্য জীবন রক্ষা করবে। তবুও, ব্যর্থ, লিবারেল মিডিয়া একটি বাজে ন্যারেটিভ প্রচার করতে চাইছে।’
ট্রাম্প সাধারণত দীর্ঘ সময়ের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং নিয়মিত জনসাধারণের সামনে উপস্থিত থাকেন। সহকর্মী ও ক্যাবিনেট সদস্যরা তার কর্মদক্ষতার প্রশংসা করেন এবং জানান যে তিনি প্রায় প্রতিদিন বিভিন্ন সময়ে ফোন বা বার্তার মাধ্যমে যোগাযোগ করেন।
ঘোষণার এক দিন আগে ট্রাম্প মিয়ামিতে অর্থনৈতিক বক্তৃতা দেন, যা এক ঘণ্টার বেশি সময় ধরে চলে। এছাড়া গত মাসে তিনি এশিয়ার তিনটি দেশে সফরও শেষ করেছেন।
সর্বাধিক বয়সে প্রেসিডেন্ট হওয়ার কারণে ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন অতীতে বহুবার উঠেছে। ৭৯ বছর বয়সী ট্রাম্প গত মাসে বলেন যে তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষার সময় এমআরআই করিয়েছিলেন, তবে বিস্তারিত জানাননি।
গ্রীষ্মকালে হোয়াইট হাউস জানিয়েছিল যে ডাক্তারেরা ট্রাম্পের পায়ে ফোলাভাব পরীক্ষা করেন এবং ক্রনিক ভেনাস ইনসফিশিয়েন্সি রোগ নির্ণয় করেন। এটি একটি শিরার অবস্থা, যেখানে শিরার কিছু ভালভ সঠিকভাবে কাজ করে না, ফলে রক্ত জমে থাকে।
সব প্রেসিডেন্ট কখনও কখনও জনসাধারণের সামনে ক্লান্ত দেখান। এমনকি বারাক ওবামার মতো তুলনামূলকভাবে কম বয়সী প্রেসিডেন্টও দীর্ঘসময়ের সামিটের সময় চোখ ঘষে ক্লান্তির প্রকাশ করেছেন।
ট্রাম্প এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনকে কর্মদক্ষতার অভাবে সমালোচনা করেছেন, তাকে ‘স্লিপি জো’ হিসেবে উল্লেখ করেছেন। এ বছরের মধ্যে সবচেয়ে বয়সে দায়িত্ব নেওয়া বাইডেনও মাঝে মধ্যে জনসাধারণের সামনে চোখ বন্ধ করে রাখার দৃশ্যে দেখা গিয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.