
সংবাদের আলো ডেস্ক: বিএনপি দলীয় মনোনয়নকে ঘিরে সাতক্ষীরা-৩ আসনে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছে মনোনয়নবঞ্চিত ডা. শহিদুল আলমের অনুসারীরা।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছে সমাবেশ করে নেতাকর্মীরা। এতে অংশ নেয় বিএনপির একাংশের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নারী পুরুষসহ হাজারো সাধারণ মানুষ।
আসনটিতে বিএনপির দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে। এরপর থেকেই তার মনোনয়ন প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধন করে আসছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলম অনুসারীরা।
তাদের দাবি, কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে আসনটিতে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে। অন্যথায় লাগাতার এ আন্দোলন কর্মসূচি চলবে। সবশেষ দাবি পূরণ না হলে গণপদত্যাগের ঘোষণাও দিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.