
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আদিবাসী যুব পরিষদের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন। গতকাল শনিবার দুপুরে মুক্তির মোড় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্যারিমোহন লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান। অনুষ্ঠান পরিচালনা করেন দপ্তর সম্পাদক নকুল পাহান। উদ্বোধন ঘোষণা করেন জাতীয় আদিবাসী পরিষদের আন্তর্জাতিক সম্পাদক খোকন সুইটেন মুরমু।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের স্বেচ্ছাসেবক সম্পাদক হেমন্ত পাহান, পাবনা জেলা সভাপতি আশিক বানিয়াস, নাটোর জেলা সভাপতি রঘুনাথ এক্কা, সাধারণ সম্পাদক প্রতাব সিং, নওগাঁ জেলা সভাপতি মার্টিন মুরমু, সাধারণ সম্পাদক আজিত কুমার মুন্ডা, দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক শিবলাল টুডু, কেন্দ্রীয় সদস্য রবিউল টুডু, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি অনিল গজাড় ও একুশে পরিষদ নওগাঁর সহসাধারণ সম্পাদক নাইস পারভীন।
কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে আদিবাসী যুব পরিষদের ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। আগামী তিন বছরের জন্য অনুমোদিত এই কমিটির নেতৃত্বে আছেন— সভাপতি: নকুল পাহান সাধারণ সম্পাদক: সাবিত্রী হেমব্রম, সাংগঠনিক সম্পাদক: নিপেন চন্দ্র উরাও, সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কিস্টাফার সরেন, বিটিশ সরেন ও অনিল গজাড়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী তরুণদের নেতৃত্ব, শিক্ষা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে আদিবাসী যুব পরিষদকে আরও শক্তিশালী ভূমিকা নিতে হবে। নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি।”
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.