
সংবাদের আলো ডেস্ক: নির্বাচনে জনগণের রায় মেনে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে রাঙ্গামাটিতে এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ পুলিশের উদ্দেশে বলেন, আমরা চাই না পরবর্তী বাংলাদেশে আপনারা কেউ বেনজির, ডিবি হারুন, বিপ্লব হয়ে উঠুন। আপনারার বাংলাদেশের পক্ষে কাজ করেন৷ দিনশেষে জনতার যে রায়, সে রায়ই আমরা মেনে নেবো। কিন্তু জনগণকে আপনারা সুষ্ঠু ভোট দেয়ার সুযোগ করে দেন। কোনো ভয়, চাপাচাপি এই কাজগুলো আপনারা করবেন না। যদি করেন তাহলে পরবর্তী বিপ্লব হবে এই ইনস্টিটিউশন সংস্কারের বিরুদ্ধেই হবে। আমরা আপনাদের সহায়তা করতে চাই।
হাসনাত বলেন, আবার যদি নির্বাচন ভন্ডুল হয়, আবার যদি প্রত্যাশিত, গ্রহণযোগ্য, নিরপেক্ষ অবাধ সুষ্ঠু ভোট না করতে পারি, তাহলে জাতি হিসেবে এর রেশ আমাদের দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে। এবং আমদের রাজনীতিক কেউ এর দায় এড়াতে পারবে না'।
তিনি বলেন, আমরা চাঁদাবাজ, মাফিয়াদের সাথে কোনো জোট করবো না। কিন্তু যারা সংস্কারের পক্ষে, তারা যদি জোট করতে চায় আমরা তাদের জন্য দরজা উন্মুক্ত রেখেছি।
এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হক, এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক জোবায়েরুল হাসান আরিফ, চট্টগ্রাম বিভাগী সম্পাদক এসএম সুজা উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের তত্বাবধায়ক ইমন সৈয়দ, রাঙ্গামাটি জেলা এনসিপির প্রধান সমন্বয়ক বিপিন চাকমা, খাগড়াছড়ির মনজিলা ঝুমা প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.