
সংবাদের আলো ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার মামলায় এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। তিনি ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের খলিল বেপারি বাড়ির মোঃ রফিক বেপারীর ছেলে। আল আমিন সৈকত ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, অভিযোগকারী তরুণীর বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। গত ৫ অক্টোবর তিনি আল আমিন সৈকতের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
তার অভিযোগ, এনসিপি নেতা আল আমিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপ না নেওয়ায় তিনি অনশন করেন। দুই দিন অনশন চলার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি সমাধান হয়নি।
পরবর্তীতে গত ২৬ অক্টোবর ওই তরুণী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী মামলা দায়ের করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে এনসিপির চাঁদপুর জেলা প্রধান সমন্বয়ক মাহবুব আলম বলেন, ‘ঘটনাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে আগেই উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন অন্তত ১০ জন আইনজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। উভয়ের বক্তব্য শোনার পর কোনো প্রমাণ না পাওয়ায় মেয়ের পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। এরপরও তদন্ত ছাড়াই আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে।’
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.