
পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হলেও মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখা এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতগুলোকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম।
সভায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলার একটি বিস্তারিত চিত্র তুলে ধরেন। তিনি জানান, গত মাসে উপজেলায় মোট ৩১টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে ১টি দস্যুতা, ১টি খুন, ১টি ধর্ষণ, ১টি নারী ও শিশু নির্যাতন, ১টি সিঁধেল চুরি, ৩টি অন্যান্য চুরি এবং सर्वाधिक ১৪টি মাদকদ্রব্য সংক্রান্ত মামলা রয়েছে। তবে এ সময়ে কোনো ডাকাতি, চাঁদাবাজি, দাঙ্গা, ছিনতাই বা রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেনি, যা স্বস্তিদায়ক। সার্বিকভাবে বিগত মাসের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে সভায় মত প্রকাশ করা হয় এবং এ ধারা অব্যাহত রাখতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম বলেন, "উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের ভূমিকা অনস্বীকার্য।" তিনি মাদকের বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, মাদকের সাথে কোনো আপস করা হবে না। তিনি ইউনিয়ন পর্যায়ে অপরাধ প্রবণতা কমাতে এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত তুমুলিয়া, মোক্তারপুর, নাগরী, বক্তারপুর ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নিজ নিজ এলাকার পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় গরুচুরিসহ অন্যান্য চুরি-ডাকাতি প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল জোরদার করার জন্য পুলিশ বিভাগকে অনুরোধ করা হয়। পাশাপাশি, প্রতিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান, পাড়া ও মহল্লায় সিসি ক্যামেরা স্থাপন এবং রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করার জন্য চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়।
এছাড়া নারী নির্যাতন, জঙ্গিবাদসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। নিজ নিজ ইউনিয়নের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ইউএনও এবং ওসিকে অবহিত করার জন্য জনপ্রতিনিধিদের বলা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজোওয়ানা রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.