
শেরপুর প্রতিনিধি: শেরপুরে ধর্ষণ চেষ্টায় আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী নারী। গত ২২ অক্টোবর (বুধবার) শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই মামলা করা হয়। যাহার মামলা নং ২৬৩/২০২৫। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ভুক্তভোগী ওই নারীর আইনজীবি ফাহিম হাসনাঈন।
মামলা সূত্রে জানা যায়, শেরপুর সদরের পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় বেকিরপাড় গ্রামের তমিজ উদ্দিনের ছেলে লাভলু মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে একই এলাকার ২ সন্তানের জননী (২৫) এক প্রতিবন্ধী মহিলাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল।
এদিকে গত ১২ অক্টোবর (রবিবার) বসত বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীকে ধর্ষন চেষ্টা চালায় লাভলু। পরে তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যায় লাভলু।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.