
সংবাদের আলো ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কথা অনুযায়ী আগামী ফেব্রুয়ারীতেই জাতীয় নির্বাচন হবে। সেভাবেই কাজ করছে অন্তবর্তী সরকার, এমনটাই বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল পেশাজীবী ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মৎস উপদেষ্টা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আইনিভাবে সরকার যে যে কাজগুলো করার কথা সেগুলো করবে এবং ক্যাবিনেট মিটিংয়ে এই বিষয়গুলো চূড়ান্ত হবে।
এর আগে, কাপ্তাই হ্রদের স্টেইকহোল্ডাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ উন্নয়নে নীতিগতভাবে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে নতুন সরকার ক্ষমতায় এলে তারা যাতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে মন্ত্রণালয় সেই উদ্যোগ নেবে বলেও জানান ফরিদা আখতার।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.