
মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। সাজাপ্রাপ্ত যুবক জাহিদুল ইসলাম সবুজ (২৬) পৌর শহরের বাজার ছিটপাড়া এলাকার মমতাজ আলীর পুত্র।
পুলিশ জানায়, সকালে বাজার ছিটপাড়া বাবুল রাইছ মিল মহল্লায় মাদকবিরোধী অভিযান চালায় নালিতাবাড়ী থানা পুলিশ। এসময় নিজ বাড়ির মুরগীর ফার্মে শোয়ে থাকা অবস্থায় ৪ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম সবুজকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.