
সংবাদের আলো ডেস্ক: প্রায় ২৩ ঘণ্টা পর পুরোপুরি স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় চালু হয় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল। এরই আগে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়।
এতে কোনো সমস্যা না থাকায় ১১টার দিকে পুরোদমে মেট্রোরেল চালুর প্রস্তুতি নেয় ডিএমটিসিএল। চালুর কয়েক মিনিট আগে ডিটিসিএমসিএলের ভেরিফাইড ফেসবুক পেজে থেকে জানানো হয়, ১১টায় নিরবচ্ছিন্নভাবে চালু হবে মেট্রোরেল। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। এরপর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে বেলা তিনটার পর থেকে চালু ছিলো উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.