সংবাদের আলো ডেস্ক: জুলাই সনদ বাস্তবায়নে ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেকোনো মূল্যে সেটি বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। অপরদিকে, দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মতে, জাতীয় পর্যায়ে সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাজনৈতিক দলগুলোর বাধায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সমন্বয় সভায় এনসিপি নেতারা এ কথা বলেন। এদিন সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় 'জাতীয় ছাত্র শক্তি'।
আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। আর যেন কেউ গণরুম-গেস্টরুম বানাতে না পারে, সেজন্য ছাত্রসংসদকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
এসময় জুলাই সনদ ইস্যুতে স্বাক্ষর করা নিয়ে দলীয় অবস্থানও ব্যাখ্যা করেন আখতার হোসেন। বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা পেলে তবেই স্বাক্ষর করবে এনসিপি।
তিনি আরও বলেন, স্বাক্ষর করার পর দুইটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ স্বাক্ষর প্রত্যাহার করতে চায়। আরেক পক্ষ কালি দিয়ে গেড়ে দিতে চায়।
তিনি বলেন, আওয়ামী লীগ নানা শক্তির মধ্য দিয়ে পুনর্বাসনের চেষ্টা করছে। যে আওয়ামী লীগে ২৪ এ মানুষ পুড়িয়ে হত্যা করেছে, গুলি করেছে, গত ১৬ বছর ধরে গুম করেছে, আয়না ঘর তৈরি করেছে, তাদের বাংলাদেশে পুনর্বাসনের সুযোগ নেই। কেউ যদি পুনর্বাসনের চেষ্টা করে জীবন দিয়ে প্রতিহত করা হবে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই ঘোষনাপত্র নিয়েও দেশের মানুষ সন্তুষ্ট হয় নি। একটি রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী সেটা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অপরদিকে, দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, অল্প সময়ের মধ্যেই সারাদেশের জেলা ও মহানগরে এনসিপির আহবায়ক কমিটি দেয়া শুরু হবে। দলীয়ভাবে শৃঙ্খলা বজায় রাখার প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বলেন, মাই ম্যানের পলিটিক্স করবেনা এনসিপি। যোগ্য আর পার্টির ওপর বিশ্বস্তদের নেতৃত্বেই এগিয়ে যাবে দল।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.