সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,খাতা, কলম,পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার(২২অক্টোবর)সকাল ১০ঘটিকায় উপজেলার হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হলরুমে রোটারি ক্লাব অফ ফতুল্লা নারায়ণগঞ্জ ব্যবস্থাপনা ও হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের সহযোগিতায় এ আয়োজন হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিক স্যারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,রোটারি ক্লাব অফ ফতুল্লা নারায়ণগঞ্জ এর সভাপতি মোঃ ইয়ানবী সানি,প্রজেক্ট চেয়ারম্যান কামরুল হাসান,পি.পি মোঃ আব্দুস সাত্তার ও পি.পি একে এম রাকিব উদ্দিন। হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র নিলয় হাসান জানায়, আমাদের বাড়ি থেকে অনেক দূরে স্কুল হওয়ায় হাতে করে বই নিয়ে যেতে কষ্ট হতো।
আজ স্কুল ব্যাগ,খাতা,কলম, পেন্সিলসহ বেশ কয়েক ধরনের শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। এগুলো পেয়ে খুবই উপকার হলো আমার। বিশেষ করে স্কুল ব্যাগ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.