
সংবাদের আলো ডেস্ক: বিএনপি পালিয়ে যাওয়ার দল নয়, জনগণের পাশে থাকার দল। দেশের জনগণকে ছেড়ে আগেও পালিয়ে যায়নি, ভবিষ্যতেও যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড.এম. জাহিদ হোসেন।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ডা. জাহিদ বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল। এই দল সবসময়ই জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।
এসময় আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বানও জানান জাহিদ হোসেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.