
সংবাদের আলো ডেস্ক: সরকারি বাঙলা কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম সাব্বির। বুধবার (২২ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম বলেন, ‘সংঘর্ষের সময় সাংবাদিক সাব্বির ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। এসময় বিষয়টি নজরে পড়ে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু মিয়ার। পরে তিনি কয়েকজন অনুসারীকে নিয়ে সাব্বিরের ওপর হামলা চালান। এতে রক্তাক্ত জখম হন সাব্বির।’
তিনি আরও বলেন, ‘সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহত সাব্বিরকে উদ্ধার করে রাজধানীর ডেল্টা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।’
এ ঘটনায় বাঙলা কলেজ তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক সমিতির পক্ষ থেকে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.