
সংবাদের আলো ডেস্ক: নওগাঁ জেলার ধামুরহাট থানার ও ধামুরহাট পৌর শাখার জিয়া সংসদ এর কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
নিজ কার্যালয়ে এই দুই কমিটির ঘোষণা দেয় নওগাঁ জেলা জিয়া সংসদ এর সভাপতি সেতু মৈত্র।
নতুন কমিটিতে ধামুরহাট উপজেলা জিয়া সংসদের সভাপতি করা হয়েছে মোঃ আব্দুল কাদেরকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ রুহুল আমিনকে।
এছাড়া ধামুরহাট পৌর শাখার জিয়া সংসদের কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ মেহেদী হাসানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ ছাব্বির হাসানকে ।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলার জিয়া সংসদ এর সাধারণ সম্পাদক মো: শিপলু হোসেন (বাহাদুর) নওগাঁ জেলা সংগঠনিক সম্পাদক তারেক রহমান, কার্যকারী সদস্য মো: সাজিদ, কার্যকারী সদস্য মো: সাবিবরসহ জেলার বিভন্ন নেতৃবৃন্দরা।
নওগাঁ জেলা জিয়া সংসদ এর সভাপতি সেতু মৈত্র এবং সাধারণ সম্পাদক মো: শিপলু হোসেন বাহাদুরের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামুরহাট উপজেলা জিয়া সংসদের ৩৩ সদস্য এবং ধামুরহাট পৌর জিয়া সংসদের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হলো।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.