পুনম শাহরীয়ার ঋতু,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে ভুল রক্ত পুশ করায় খাদিজা আক্তার নামে এক প্রসূতি মায়ের মৃত্যুও ঘটনায় রমিছা জেনারেল ডায়গোনিস্টক হাসপাতালকে আগামী বৃহস্পতিবারের মধ্যে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন ডা: মামুনুর রহমান। তিনি মঙ্গলবার সকালে উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় ওই হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন ২০২৩ সালেই এই হাসপাতালের লাইসেন্স এর মেয়াদ শেষ হয়েছে। যা এখনোও হাসপাতাল কতৃপক্ষ নবায়ন করেননি। এছাড়াও হাসপাতালে আরো সমস্যা রয়েছে।
প্রসূতির মৃত্যু ভুল রক্ত পুশ করার জন্য হয়েছে। তা প্রমান পাওয়া গেছে। এখন যেহেতু হাসপাতালে কয়েকজন অপারেশনের রুগি আছে তাদের এই মূর্হুতে অন্য কোথাও সিফট করা সম্ভব নয় তাই দুই দিনের মধ্যে অন্য কোথাও সিফট করে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভুমি কমিশনার এর মাধ্যমে মোবাইল র্কোট বসিয়ে হাসপাতাল সর্ম্পুন বন্ধ করে দেয়া হবে। এছাড়া এই ঘটনায় উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য গত ২০ অক্টোবর রাতে খাদিজা আক্তার(১৯) নামের এক মহিলার সিজার হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরন হলে তাকে এক ব্যাগ রক্ত পুশ করার পর প্রসূতির অবস্থা খারাপ হয়। পরে জানাযায় ওই মহিলার রক্তের গ্রুপ ও পজেটিভ। অথছ মহিলার গায়ে পুশ করা হয় এবি পজেটিভ। যার কারনে ওই মহিলার শরীরের অবস্থা গুরুতর হলে সোমবার রাতেই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই প্রসূতির মৃত্যু হয়। বিষয়টি সোস্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে রাতেই হাসপাতাল কতৃপক্ষ গা ঢাকা দেয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.