রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: শারদীয়া দুর্গোৎসবের পর রাউজানে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শ্যামা পূজা ও দীপাবলী পূজা। সোমবার রাতে পূজার সার্বিক পরিস্থিতি ও পূজার্থীদের সাথে মতবিনিময় করেছেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ।পরে পৌর এলাকায় কালী পূজা মন্ডপ পরিদর্শন করেন পূজা উদযাপন পরিষদ। কমিটির নেতৃবৃন্দরা প্রথমে রাউজান পূর্ব গুজরা ইউনিয়নের অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির পরিদর্শন করেন।
পরে নন্দীপাড়া কালী বিগ্রহ মন্দিরে চারদিন ব্যাপী বনার্ঢ্য আয়োজনে ফ্রী চক্ষু চিকিৎসা, নামসংকীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শন করেন। এছাড়াও রমজান আলীহাট নাথপাড়া কালী বাড়ী, গহিরা বিশ্বাসপাড়া, ডা: দীপক সরকার এর বাড়ি শ্যামা পূজা, দত্ত কুঠির, ফকিরহাট কালী বাড়ী, উমেশ পালিতের বাড়ী, তেজেন্দ্র শীল বাড়ী, অগ্রিবীণা সংসদ, পশ্চিম রাউজান মা কালী সংঘ, বাইন্যা পুকুর পাড়সহ ৪০টি পূজা মন্ডপে শ্যামা দীপাবলি উৎসব পরিদর্শন করেন নেতৃবৃন্দরা।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), সহ-সভাপতি তপন চৌধুরী (মনু), সহ-সভাপতি সুমন ঘোষ বাবু, সহ-সভাপতি দিবাকর বোস, সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী,সহ সাংগঠনিক সম্পাদক অর্ণব চৌধুরী, কোষাধক্ষ্য গোকুল চৌধুরী, দপ্তর সম্পাদক শুভ শীল, সহ দপ্তর সম্পাদক প্রভাকর বোস, গণসংযোগ সম্পাদক বাসুদেব রুদ্র, অভিজিৎ চৌধুরী, মিশু ধর প্রমুখ।
পূজা উদযাপন কমিটির সভাপতি সদীপ দে (সজীব) বলেন,সকল দুঃখ কষ্ট মুছে গিয়ে দীপাবলী উৎসবের আলোয় আলোকিত হয়ে উঠুক প্রতিটি মানুষের জীবন। সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরী বলেন, শ্যামা মায়ের পূজায় জগতের সকল মানুষের সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি হোক। অশুভ শক্তির বিনাস ও শুভ শক্তির উদয় হোক।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.