সংবাদের আলো ডেস্ক: আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বিমানের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না। তবে বিমানবন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় কুর্মিটোলায় বেবিচকের সদর দফতরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বেবিচক চেয়ারম্যান বলেন, ২১ দিনের মধ্যে আমদানি পণ্য খালাসের দায়িত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সি অ্যান্ড এফ এজেন্ট ও কাস্টমসের। কার্গো টার্মিনালের বাইরে ছড়িয়ে থাকা পণ্য নিয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, নতুন ই-কার্গো টার্মিনালের ঠিকাদারের সঙ্গে বেবিচকের হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। সে কারণে নতুন আমদানি টার্মিনাল ব্যবহার করতে না পারায় এডহক ভিত্তিতে অপারেশন চলছে।
এ সময় বেবিচক চেয়ারম্যান আরও জানান, ২১ তারিখ রাত ১২টা পর্যন্ত তিন দিনে অতিরিক্ত ফ্লাইটগুলোতে ট্যাক্স মওকুফ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.