মানিকগঞ্জ, প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় আলেম ও ধর্মীয় শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় আলেমদের হাতে ছিল হাতকড়া, মুখে ছিল তালা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা দেলওয়ার হোসেন।
তিনি আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ধর্মীয় শিক্ষক, শিক্ষিকা ও আলেমদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মানিকগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত এ সংসদ সদস্য প্রার্থী বলেন, বিগত দিনে দেশে আলেম ও ভালো মানুষরা খাঁচায় বন্দী ছিল, আর দুর্বৃত্তরা ছিল ক্ষমতার আসনে।
মাওলানা দেলওয়ার হোসেন অভিযোগ করে বলেন, শেখ হাসিনা তার ফ্যাসিবাদী শাসনামলে দেশের প্রখ্যাত আলেমদের ওপর জুলুম-নির্যাতন করেছেন। তিনি বলেন, আমাদের হাতে ছিল হাতকড়া, পায়ে ছিল ডান্ডাবেড়ি, মুখে ছিল তালা। তিনি দাবি করেন, ২৪-এর আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট গণভবনের দুপুরের খাবার ফেলেই ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে আমরা ২৪-এ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এখনও একটি চক্র দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে বলে তিনি সতর্ক করেন। আলেম সমাজ যাতে আর বৈষম্যের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিগত বছরে প্রায় ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচারের গুরুতর অভিযোগ তোলেন দেলওয়ার হোসেন। তিনি দাবি করেন, এই অর্থ দেশে থাকলে পদ্মা সেতুর মতো আরও ৩০টি সেতু নির্মাণ করা যেতো। এই অর্থ পাচার না হলে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হতো এবং দেশে মিল-কারখানা স্থাপিত হতে পারতো।
তিনি দেশের পিছিয়ে থাকার কারণ হিসেবে দুর্নীতি ও অযোগ্য নেতৃত্বকে দায়ী করেন। তিনি বলেন, বাংলাদেশে মানব সম্পদ, খনিজ সম্পদ, সমুদ্র সম্পদ ও ভূমি সম্পদ থাকা সত্ত্বেও শুধু দুর্নীতি এবং অযোগ্যতার কারণে দেশ পিছিয়ে আছে। উদাহরণ হিসেবে তিনি সিঙ্গাপুরের কথা উল্লেখ করেন, যেখানে এক ইঞ্চি ফসলি জমি নেই, এমনকি পানিও কিনে আনতে হয়। কিন্তু সঠিক নেতৃত্ব ও অনিয়ম বন্ধের কারণে সিঙ্গাপুর এত উন্নত। দেশের আলেমদের এখন ভবিষ্যতের জন্য তাদের ভূমিকা নিয়ে গভীরভাবে ভাবতে হবে বলে মন্তব্য করেন তিনি।
মতবিনিময় সভায় সাটুরিয়া উপজেলা জামায়াতের আমীর আবু সাঈদ বিএসসি, বালিয়াটি দাখিল মাদরাসা সুপার মাওলানা মো. লিয়াকত আলী ছাড়াও সাটুরিয়া উপজেলার দেড় শতাধিক ধর্মীয় শিক্ষক, শিক্ষিকা, আলেমা ওলামা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.