
সিয়ামুল ইসলাম ইমন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে নজরুল ভাষ্কর্যের সামনে থেকে শুরু হওয়া এই মিছিলটি নতুন প্রশাসনিক ভবন, পুরাতন কলা ভবন ও বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীরা জোবায়েদের হত্যার দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন।
তারা বলেন “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই” “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে” “জোবায়েদ হত্যার বিচার চাই” “রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়” এমন তীব্র প্রতিবাদধ্বনিতে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। মিছিল শেষে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, “আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আর এমন নৃশংসতা দেখব না।
কিন্তু একের পর এক ছাত্রদলের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। জোবায়েদ শুধু ছাত্রদলের কর্মী ছিলেন না, তিনি ছিলেন একজন মেধাবী ও প্রাণবন্ত ছাত্র। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” উল্লেখ্য, গত শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডে টিউশনি করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন জোবায়েদ হোসেন।
জানা গেছে, তিনি পুরান ঢাকার আরমানিটোলায় “রৌশান ভিলা” নামের বাসায় এক শিক্ষার্থীকে পড়াতে যেতেন। ওই দিন বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে বাসার নিচ থেকে তিনতলা পর্যন্ত রক্তের দাগ পাওয়া যায়, এবং তিনতলার সিঁড়িতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায় তার নিথর দেহ।
জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.