এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে উপজেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও বিজিবি'র নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ নিষিদ্ধ পলিথিন ২১ হাজার ৬৫ কেজি এবং যৌন উত্তেজক সিরাপ ৩,৯০৮ বোতল যার বাজার মূল্য ১,২০,৯৫,৭০০ টাকার অবৈধ মালামাল আটক করেছে।
জানা গেছে শনিবার গভীর রাতে উপজেলা প্রশাসন (ইউএনও) কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর ও কুষ্টিয়ার মিরপুর বিজিবি"র ৪৭ ব্যাটালিয়নের গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে মিরপুর উপজেলার সুরসুরি বাজারের পাশে শামীম হোসেনের তিনটি গোডাউনে অভিযান চালিয়ে এবং গোডাউন এর মধ্যে থেকে ২১,০৬৫ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিন আটক করা হয়েছে যার আনুমানিক সিজার মূল্য= ১,০৫,৩২৫০০ টাকা এবং যৌন উত্তেজক সিরাপ =৩,৯০৮ বোতল আটক করা হয়েছে যাহার সিজার মূল্য =১৫,৬৩,২০০ টাকা।
সর্বমোট সিজার মূল্য=১,২০,৯৫,৭০০ টাকা। বিভিন্ন সূত্রে জানা গেছে শামীম হোসেন দীর্ঘদিন প্রশাসনের লোক চক্ষু আড়াল করে অবৈধ নিষিদ্ধ পলিথিন,যৌন উত্তেজক সিরাপ বিক্রয় করে আসছে। অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম, কুষ্টিয়া জেলার পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক হাবিবুল বাশার, কুষ্টিয়া মিরপুর বিজিবি'র ৪৭ ব্যাটেলিয়ানের সরকারি পরিচালক জাকিরুল ইসলাম সহ বিজিবি ও পুলিশ সদস্যরা এই অভিযানে ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম জানান,তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ নিষিদ্ধ পলিথিন ও যৌন উত্তেজক সিরাপের ব্যবসা করে আসছে। আজকে যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের পলিথিন ও যৌন উত্তেজনা সিরাপ জব্দ করেছি এই অভিযান চলমান থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.