নওগাঁ প্রতিনিধি: সার ও ডিলার নিয়োগ নীতিমালা–২০২৫ এর খসড়া অনুমোদনের প্রতিবাদে নওগাঁ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নওগাঁ জেলা ইউনিটের নেতৃবৃন্দ।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করেন জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিসিআইসির কেন্দ্রীয় কমিটির পরিচালক লিটক কুমার দাস, জেলা ইউনিটের সাধারণ সম্পাদক দীপক কুমার সরকার, কৃষক প্রতিনিধি শাহিদুজ্জামান সাঈদসহ অন্যান্য সদস্যরা।
এর আগে সকাল সাড়ে ১১টায় শহরের সরিষাহাটির মোড়ে বিএফএ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় জেলার সব ডিলার, কৃষক প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সার ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সার ও ডিলার নিয়োগ নীতিমালা–২০২৫ এর খসড়ায় এমন কিছু ধারা সংযোজন করা হয়েছে, যা মাঠপর্যায়ের ডিলারদের জন্য অযৌক্তিক ও অবাস্তব। তারা দাবি করেন, এ খসড়া বাস্তবায়িত হলে সার সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে এবং কৃষকদের সময়মতো সার পেতে ভোগান্তিতে পড়তে হবে।
সভাপতি মিজানুর রহমান বলেন, “আমরা সরকারের কৃষিবান্ধব উদ্যোগের প্রশংসা করি, তবে এই খসড়া নীতিমালা ডিলারদের ক্ষতির মুখে ফেলবে। এ কারণে আমরা এ নীতিমালার তীব্র নিন্দা জানাই এবং তা পুনর্বিবেচনার দাবি জানাই।”
তিনি আরও বলেন, সার ব্যবসায়ীরা দেশের কৃষি উৎপাদনে নিরবচ্ছিন্ন সারের যোগান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়িত হলে অনেক ডিলার কার্যক্রম চালাতে পারবেন না, যা কৃষি খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা সরিষাহাটির মোড়ে সড়কের পাশে দাঁড়িয়ে ‘খসড়া নীতিমালা বাতিল করো, কৃষিবান্ধব নীতি দাও’—এমন স্লোগান দিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন নেতারা।
বিএফএ নওগাঁ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক দীপক কুমার সরকার বলেন,
“আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছি। যদি কৃষি মন্ত্রণালয় আমাদের দাবিগুলো না মানে, তাহলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং স্মারকলিপি গ্রহণ করে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন।
উল্লেখ্য, সম্প্রতি কৃষি মন্ত্রণালয় সার ও ডিলার নিয়োগ নীতিমালা–২০২৫ এর একটি খসড়া অনুমোদন দিয়েছে। এতে নতুনভাবে ডিলার নিয়োগ ও বিতরণ প্রক্রিয়া কঠোর করার প্রস্তাব রাখা হয়েছে, যা নিয়ে সার ডিলারদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.