সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি: সবাই কে চোখের জলে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন মাধবপুর উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া। রবিবার ১৯অক্টোবর ভোর রাতে বার্ধক্যজনিত কারনে মানিকপুর গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না....................................... রাজিউন) তিনি ১০ পুত্র ১ কন্যা সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি একজন নির্বিক দেশ মাতৃকার অকুতভয় সৈনিক ছিলেন। ‘৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে নিজের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়ে ছিলেন। বীরের মতো দেশকে স্বাধীনও করে ছিলেন। এই বীরের মহাপ্রয়াণে মাধবপুর উপজেলা সহ বিভিন্ন রাষ্ট্রে অবস্থানরত রাজনীতিবিদ সহ সকলেই শোক প্রকাশ করছেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার বাঘাসুরা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও 'ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়' এবং গাউসুল আজম জামে মসজিদ এর প্রতিষ্ঠাতা' ছিলেন।
তিনি হবিগন্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনক এর সাবেক সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সহ সভাপতি, বৃন্দাবন সরকারী কলেজ এলমনাই যুক্তরাষ্ট্র ইনক এর সভাপতি মোঃ শফি উদ্দীন তালুকদারের আপন বড় ভাই ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম এর পিতা।
তার মৃত্যুতে বাঘাসুরা ইউনিয়ন তথা মাধবপুর উপজেলা একজন প্রবীন, প্রজ্ঞাবান ও একনিষ্ঠ একজন রাজনীতিবিদকে হারালো বলে জানান বিভিন্ন মহল।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.