সংবাদের আলো ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে বেশকিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেছেন, আইন শৃঙ্খলার কাজটা এখানে গুরুত্ব দিয়েছি, যাতে করে উৎসুক জনতা এসে ভিড় না করে। এখানে উদ্ধার কাজে বিঘ্ন ঘটাতে না পারে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিসি মহিদুল বলেন, আমরা যেটা দেখেছি, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত এক পাশে আগুন নিভে গেছে। আর বাকি পাশে আগুন জ্বললেও তীব্রতা কমে গেছে। যেভাবে কাজ চলছে, অতি দ্রুতই নিয়ন্ত্রণে আসবে।
তিনি আরও বলেন, সকল থানার অফিসার ফোর্স এখানে রাস্তায় দাঁড় করিয়েছি, যাতে এই রাস্তাটা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করা যায়।
আগুনের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। কুরিয়ার সেকশন হয়ে সেগুলো ছাড় দেয়া হয়।
জানা যায়, আগুনের সূত্রপাত আমদানি কার্গোর সেই কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাত। সেখানে ছিল কেমিক্যাল পণ্য, ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্ট আর সুতাসহ আরও নানা পণ্য ছিল।
ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি কাজ করছে সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.