লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে ‘তারুণ্যের ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী লালমনিরহাট চার্চ অব গড মাঠে জেন-জি লালমনিরহাট এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেন-জি লালমনিরহাটের সভাপতি শহিদ ইসলাম সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তরুণরা জেলার উন্নয়ন, বেকারত্ব, দুর্নীতি রোধ, কৃষিপণ্যের সমস্যা, মাদক প্রতিরোধসহ নানা ইস্যুতে প্রশ্ন করেন প্রধান অতিথির কাছে।
প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি উন্নত লালমনিরহাট গড়ে তোলা সম্ভব। আগামী নির্বাচনে জয়ী হলে তরুণদের উত্থাপিত সমস্যাগুলোর প্রতি সমাধান করা হবে।”
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.