
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় মগরা নদীতে গোসলে নেমে নিখোঁজ আব্দুল হক(৫৫) নামের কৃষকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর আধা কিলোমিটার দূরে শিকারীপাড়া এলাকায় থেকে মরদেহটি উদ্ধার হয়।
শুক্রবার বিকেলে স্থানীয়রা শিকারীপাড়া এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায়। এর আগে বৃহস্পতিবার সকালে সোনাজুর এলাকায় গোসল করতে নেমে আব্দুল হক নিখোঁজ হন। নিখোঁজ আব্দুল হক সোনাজুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো আব্দুল হক নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পাওয়ায় ফায়ার সার্ভিসেকে খরব দেয়। পরে খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যুক্ত হয়। প্রায় ৩০ ঘন্টা পর শুক্রবার বিকালে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে শিকারী পাড়া এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.