নওগাঁ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।তার সঙ্গে ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু।
লিফলেট বিতরণ কার্যক্রমে আরও অংশ নেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, নওগাঁ সরকারি কলেজের প্রথম ভিপি মাহবুবুর রহমান ডাবলু, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু,জিয়া ব্রিগেডের আসাদুজ্জামান সিদ্দিকি টিপুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের জনগণের মুক্তির রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে জনগণকে অবহিত করে বিএনপির সংগঠনকে বেগবান করা হচ্ছে।”
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.