সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর ইমান আলী প্রামাণিক (৫৭) নামে এক মোটরচালিত অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার দাশুড়িয়া এলাকায় পাবনা সুগার মিলস সংলগ্ন একটি ঝোঁপ থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত ইমান আলী প্রামাণিক দাশুড়িয়ার মুনশিদপুর তেঁতুলতলা গ্রামের মৃত জয়নাল আলী প্রামাণিকের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো ইমান আলী অটোভ্যান নিয়ে ভাড়া টানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে রাত পেরিয়ে গেলেও তিনি আর ফেরেননি। পরদিন সকাল পর্যন্ত তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার সন্ধ্যায় স্থানীয়রা সুগার মিলস এলাকার একটি ঝোঁপে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পরে নিহতের ছেলে ইকবাল হোসেন সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ইমান আলীকে হত্যা করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, “ঘটনাটি পরিকল্পিত হত্যা বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।
” এদিকে এক নিরীহ ভ্যানচালকের হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.