নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলার সোনাজুর এলাকায় মগড়া নদীতে গোসল করতে নেমে আব্দুল হক (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হক প্রতিদিনের মতো সকালে নদীতে গোসল করতে যান। পরে দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে না আসায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।
আটপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে, ময়মনসিংহ থেকে ডুবুরি দল আসছে উদ্ধার কাজের জন্য।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.