মনজুরুল হক, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: "হাত ধোয়ার নায়ক হোন" স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ১৫ অক্টোবর বুধবার তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। এসময় অন্যান্যের মাঝে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার জাহান, উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান এম.এ রায়হান, তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা শিরিন, সহকারী শিক্ষক, সাংবাদিক ও ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ক্ষুদে শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়া শেখানো হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.