সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি এর নেতৃত্বে আজ সোমবার (১৪ অক্টোবর ২০২৫) সদর উপজেলার আব্দুল হামিদ রোড বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টের খাদ্যমান, পরিবেশ ও মূল্যতালিকা যাচাই করা হয়।
এসময় আইন লঙ্ঘনের দায়ে আব্দুল হামিদ রোডের শাপলা হোটেলকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ৪,০০০ টাকা জরিমানা, সেলিম মুরগী ঘরকে ৩৮ ধারায় ২,০০০ টাকা জরিমানা এবং খাবার বাড়ি নামের রেস্টুরেন্টকে একই আইনের ৪৩ ও ৫২ ধারায় ৩,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করে পাবনা জেলা পুলিশের একটি চৌকস টিম। ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.