পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাতে তাকওয়া পরিবহনের বাস থেকে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে তর্ক বিতর্কে এক যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই যাত্রীবাহী বাসের চালক ও হেলপার কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত যুবক হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দশদ্রোন গ্রামের মৃত সোবহান শেখের ছেলে ইলিয়াস হায়দার শেখ (৩৬)। সে গাজীপুর চৌরাস্তা থেকে উপজেলার চন্দ্রায় আত্মীয়র বাসায় বেড়াতে যাচ্ছিলেন। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরের বিরোল উপজেলার গোপালপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে মিলন মিয়া (২৮) ও রাজশাহীর বোয়ালিয়া উপজেলার কাদেরগজ্ঞ উপজেলার রুবেল হোসেনের ছেলে তুফান মিয়া (২০)।
গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায় ওই যুবক চৌরাস্তা থেকে রাতের সাড়ে দশটার দিকে তাকওয়া পরিবহনে করে চন্দ্রা আত্বীয়র বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় আসলে বাসের হেলপার নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি ভাড়া দাবি করলে যুবকের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এসময় বাস চালক ও হেলপার এর সাথে হাতাহাতির এক পর্যায়ে ওই যুবককে বাস থেকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা আহত অবস্থায় যুবককে উদ্ধার করে সফিপুর মর্ডান হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি জানতে পেরে ঘাতক বাস চালক ও হেলপার কে গ্রেফতার করে নাওজোর হাইওয়ে পুলিশ।
পরে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।এ বিষয়ে একটি মামলা রজু করা হয়েছে। নাওজোর হাইওয়ে পুলিশের এস আই করিম মিয়া জানায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.