মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়ও চলছে লাগাতার কর্মবিরতি। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে উপজেলার সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পাঠদান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন।
জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া এবং ১,৫০০ টাকা মেডিকেল ভাতা প্রদানের দাবিতে গত রবিবার (১২ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারীরা। কিন্তু ওই কর্মসূচি চলাকালে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে বেশ কয়েকজন শিক্ষককে আহত ও গ্রেফতার করে।
এরই প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরপুর উপজেলার শিক্ষক-কর্মচারীরাও মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম ভোগান্তি ও শিক্ষার পরিবেশে স্থবিরতা নেমে এসেছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান বলেন,“শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ শিক্ষকদের ওপর পুলিশি হামলা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মবিরতি পালন করছি।”শিক্ষক-কর্মচারীরা জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.